শাইখ নাসিরুদ্দিন আলবানী (রহঃ) একটি বিস্ময়কর নাম, একজন প্রতিভাবান মানুষ, রিজালশাস্ত্রের একজন শ্রেষ্ঠ পণ্ডিত।
তিনি তার কিতাব ছহীহাহতে মোট ৪০৩৫ টি হাদীছ সংকলন করেছেন, যঈফাহতে ৭১৬২ টি হাদীছ সংকলন করেছেন, ইরওয়াউল গালীলে ২৭০৭ টি হাদীছ সংকলন করেছেন। মাত্র তিনটি কিতাবে তিনি মোট ১৩৯০৪ টি হাদীছ সংকলন করেছেন।
আলহামদুলিল্লাহ , বুঝতে পারছেন তিনি কত হাদীছ মুখস্থ রেখেছিলেন, এবং কত হাদীছ জানতেন ?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
COMMENTS:-
Sogood Islam Syeds ma sha allah…
নজিবুল্লাহ খান unar biruddhe arober onek shaikh e ovijog koresen uni onek sohihke joif bolesen, joifke sohih bolesen, prai koiek dojon kitab likha hoise tar ai vul gulo nia
আল্লাহর গোলাম আনিসুল manus bhulel urdhenon. tar ses tahkik dekha darkar .
Shaikh R A Palash Unar vul nie jodi ato kitab lekha hoy , tahole tar shuddho nie koto kitabi na lekha jabe .

Write a reply…
Reaz Mahmud তারপরেও এক শ্রেনির আলেম সমাজ উনাকে গোমরাহি বলে আখ্যয়িত করে ।
Mohsin Kamal Hanafi আল্লাহর গোলাম আনিসুল@ভাই হাদীসের কিতাব থেকে দেখে দেখে তিনি লিখেছেন।সব মুখস্থ লিখেছেন এমন কথা আপনার মতো তাহকিকি মেজাজের তালিবুল ইল্ম থেকে কাম্য নয়।

Mohsin Kamal Hanafi replied · 2 Replies ·
Abdus Sattar আমার ও প্রিয় তবে
Abdus Sattar কোথায় যে পেলাম}আরবের প্রসিদ্ধ মুহাদ্দিস শায়খ হাসান বিন আলী আস সাক্কাফ এর লিখিত ‘তানাকুযাতে আলবানী’ নামে দুই খন্ডে লিখিত বইটি ও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বই এর শেষ পিষ্ঠায় লিখেছেন, শায়খ আলবানীর স্ববিরোধী মতামত ও ভুলক্রটির ফিরিস্তি লেখকের নিকট হাজার হাজার জমা রয়েছে, যা পরবর্তী খন্ড গুলোতে প্রকাশ করা হবে। এভাবে আরবের বিজ্ঞ আলেম শায়খ মাহমুদ সাঈদ মামদূহ প্রণীত ৬ ভলিয়মে লিখিত বিশাল কিতাব : ﺍﻟﺘﻌﺮﻳﻒ ﺑﺎﻭﻫﺎﻡ ﻣﻦ ﻗﺴﻢ ﺍﻟﺴﻨﻦ ﺍﻟﻰ ﺻﺤﻴﺢ ﻭ ﺿﻌﻴﻒ (যে সুনান- হাদীসের কিতাব সমূহকে সহীহ ও দুর্বল দু’ভাগ করেছেন তার ভুলভ্রান্তির পরিচয়) । শায়খ আব্দুল্লাহ ইবনে সিদ্দীক আল গুমারী কর্তৃক প্রাণীত- ﺍﻟﻘﻮﻝ ﺍﻟﻤﻘﻨﻊ ﻓﻰ ﺍﻟﺮﺩ ﻋﻠﻰ ﺍﻻﻟﺒﺎﻧﻰ ﺍﻟﻤﺒﺘﺪﻉ (নতুন মতবাদের প্রবর্তক আলবানীর সন্তুষ্টজনক প্রতিউত্তর)। উস্তাদ বদরুদ্দীন হাসান দিয়াব দামেশকী প্রণীত- ﺍﻧﻮﺍﺭ ﺍﻟﻤﺼﺎﺑﻴﺢ ﻋﻠﻰ ﻇﻠﻤﺎﺕ ﺍﻻﻟﺒﺎﻧﻰ ﻓﻰ ﺻﻼﺡ ﺍﻟﺘﺮﺍﻭﻳﺢ (তারাবীর নামায প্রসঙ্গে আলবানীর ভ্রান্তি নির্বাপক আলোক রশ্মি)। শায়খ আব্দুল্লাহ বিন বায প্রাণীত- ﺍﻳﻦ ﻳﻀﻊ ﺍﻟﻤﺼﻠﻰ ﻳﺪﻩ ﻓﻰ ﺍﻟﺼﻼﺓ ﺑﻌﺪ ﺍﻟﺮﻓﻊ ﻣﻦ ﺍﻟﺮﻛﻮﻉ (রুকু থেকে উঠার পর নামাযী আবার কোথায় হাত বাঁধবে?)। শায়খ ইসমাঈল বিন আনসারী প্রণীত- ﺗﺼﺤﻴﺢ ﺻﻼﺓ ﺍﻟﺘﺮﺍﻭﻳﺢ ﻋﺸﺮﻳﻦ ﺭﻛﻌﺔ ﻭ ﺍﻟﺮﺩ ﻋﻠﻰ ﺍﻻﻟﺒﺎﻧﻰ ﻓﻰ ﺗﻀﻌﻴﻔﻪ (২০ রাকআত তারাবীর বিশুদ্ধ হাদীসকে আলবানী দুর্বল বলার প্রতি উত্তর)। শায়খ আব্দুল ফাত্তাহ আবু গ্দ্দুাহ (রহ.) প্রণীত- ﻛﻠﻤﺎﺕ ﻓﻰ ﻛﺸﻒ ﺍﺑﺎﻃﻴﻞ ﻭ ﺇﻓﺘﺮﺍﺀﺍﺕ (আলবানীর বাতিল মতবাদ ও মিথ্যা অপবাদের উন্মোচনে কিছু কথা)। শায়খ হাসান সাক্কাফ প্রণীত- ﺻﺤﻴﺢ ﺻﻔﺔ ﺻﻼﺓ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ (রাসূল (সা.) এর বিশুদ্ধ নামায পদ্ধতি)। শায়খ আব্দুল্লাহ বিন মুহাম্মদ আদ দুবাইশ প্রণীত- ﺗﻨﺒﻴﻪ ﺍﻟﻘﺎﺭﻯ ﻋﻠﻰ ﺗﻘﻮﻳﺔ ﻣﺎ ﺿﻌﻔﻪ ﺍﻻﻟﺒﺎﻧﻰ (আলবানীঅভিহিত দুর্বল হাদীস শক্তিশালী হিসেবে সতর্ক সংকেত)। শায়খ আবু উমর হাই ইবনে সালেম আল হাই প্রণীত- ﺍﻟﻨﺼﻴﺤﺔ ﻓﻰ ﺑﻴﺎﻥ ﻻﺣﺎﺩﻳﺚ ﺍﻟﺘﻰ ﺗﺮﺍﺟﻊ ﻋﻨﻬﺎ ﺍﻻﻟﺒﺎﻧﻰ ﻓﻰ ﺍﻟﺼﺤﻴﺤﺔ (যে সব সহীহ হাদীসকে আলবানী দুর্বল বলে আখ্যায়িত করেছেন সেগুলোতে পুণর্বিবেচনার উপদেশ)। শায়খ ইবনে আব্দুল্লাহ আত তুয়াইজারী প্রণীত- ﺍﻟﺘﻨﺒﻴﻬﺎﺕ ﻋﻠﻰ ﺭﺳﺎﻟﺔ ﺍﻻﻟﺒﺎﻧﻰ ﻓﻰ ﺍﻟﺼﻼﺓ (আলবানীর নামায বিষয়ক কিতাবের প্রতি সতর্কবাণী) ডষ্টর মুহাম্ম্দ সাঈদ রামাদান আল বুয়াইতী প্রণীত- ﺍﻟﻼ ﻣﺬﻫﺒﻴﺔ ﺍﺧﻄﺮ ﺑﺪﻋﺔ ﺗﻬﺪﺩ ﺍﻟﺸﺮﻳﻌﺔ ﺍﻻﺳﻼﻣﻴﺔ (লা মাযহাবী মতবাদ মারাত্মক বিপদজনক বিদআতী দল ইসলামী শরীয়তের জন্য ভয়ষ্কর হুমকি) এবং শায়খ আতিয়্যা মুহাম্মদ সালিম প্রণীত – ﺍﻟﺘﺮﺍﻭﻳﺢ ﺍﻛﺜﺮ ﻣﻦ ﺍﻟﻒ ﻋﺎﻡ (এক হাজার বছরে তারাবীর ইতিহাস)। আরবের বিশিষ্ট মুহাদ্দিস শায়খ মাহমুদ সাঈদ মামদূহ প্রণীত কিতাব ﺗﻨﺒﻴﻪ ﺍﻟﻤﺴﻠﻢ ﺇﻟﻰ ﺗﻌﺪﻯ ﺍﻻﻟﺒﺎﻧﻰ ﻋﻠﻰ ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ (সতর্ক হে মুসলিম! আলবানীর বাড়াবাড়ির জালে সহীহ মুসলিম) এর ২০৬ নং পৃষ্ঠায় লিখেন- আমি আলবানীর কাল্পনিক কর্মকান্ড ও ভুলক্রটির ফিরিস্তি অবগত হয়েছি।
পেয়ার আহমাদ মাশা আল্লাহ্
Advertisements